English

28.2 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন আলমাদা আতলেতিকোতে

- Advertisements -

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে নিতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবার এক বিবৃতিতে আতলেতিকো জানিয়েছে, ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন ফরাসি ক্লাব লিওঁর হয়ে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবে ক্লাবটি।

চুক্তির আর্থিক মূল্য বা মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি আতলেতিকো। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, আলমাদার ট্রান্সফার ফি প্রায় ২৫ মিলিয়ন ইউরো (২৯ মিলিয়ন ডলার)। বোতাফোগো ভবিষ্যতে অন্য কোনো ক্লাবে বিক্রি হলে সেখান থেকেও একটি নির্ধারিত শতাংশ পাবে।

আলমাদা দলে আসছেন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া মেক্সিকান ক্লাব টাইগ্রেসে চলে যাওয়ার পর। এখন তিনি আতলেতিকোর আক্রমণভাগে যুক্ত হবেন তার স্বদেশি হুলিয়ান আলভারেজ, ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান এবং আলেকজান্ডার সর্লোথের সঙ্গে।

এরই মধ্যে দলকে আরও শক্তিশালী করতে আতলেতিকো ভিয়ারিয়াল থেকে মিডফিল্ডার আলেক্স বায়েনা এবং আতালান্তা থেকে ২২ বছর বয়সী ইতালিয়ান লেফটব্যাক মাত্তেও রুজ্জেরিকেও দলে টেনেছে।

গত মৌসুমে লা লিগায় আতলেতিকো মাদ্রিদ শেষ করেছিল তৃতীয় স্থানে, রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়ন বার্সেলোনার পর। এছাড়া ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দিয়েগো সিমিওনের দলকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fe67
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন