English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বেনজিমার গোলের পরও হারল রিয়াল

- Advertisements -

স্প্যানিশ লা লিগার ম্যাচে হারের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের কাছে ২-১ ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এই হারের ফলে চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় বার্সাকে টপকে যাওয়া হলো না রিয়ালের।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন ইয়েরেমি পিনো। রিয়াল সমতায় ফেরে পেনাল্টি গোলে। ৬০তম মিনিটে গোলটি করেন করিম বেনজিমা। দুই মিনিট পরই ভিয়ারিয়ালকে পেনাল্টি উপহার দিয়ে বসে রিয়াল। ডি-বক্সের ভেতর ডেভিড আলাবার হাত লেগে যায় বলে। পেনাল্টি থেকে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন জেরার্ড মোরেনো।

ম্যাচের বাকিটা সময় এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিক ভিয়ারিয়াল। একেবারে শেষ মিনিটে ফাঁকা গোলবার পেয়েও গোল করতে ব্যর্থ হন আর্নত দানহুমা। তবে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই হারের পর ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে টানা তিন জয়ে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ভিয়ারিয়াল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f74o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন