মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। অশ্রুসজল চোখে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার ছোঁয়া হলো না বিশ্বকাপ। তার চোখের জল আবেগাপ্লুত করেছে সবাইকে।
সেই পরাজয়ের ২৪ ঘণ্টা পর আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন সিআরসেভেন।
তিনি লিখেছেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা জিতেছি, কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, দেশের নাম বিশ্বের সর্বোচ্চ জায়গায় লেখানো। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি। ’
‘১৬ বছরের বেশি সময় ধরে আমি পাঁচটি বিশ্বকাপে গোল করেছি। সব সময় বিখ্যাত খেলোয়াড়দের পাশে থেকে এবং লক্ষ লক্ষ পর্তুগিজের সমর্থনে আমি আমার সবটুকু দিয়েছি। আমি কখনোই লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি এবং আমি কখনোই স্বপ্ন দেখা থামাইনি। দুঃখজনকভাবে গতকাল সেই স্বপ্নের ইতি ঘটেছে। ’
‘এটা প্রতিক্রিয়া নয়, আমি শুধু আপনাদের সকলকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একমুহূর্তের জন্যও থেমে যায়নি। আমি একই উদ্দেশ্যের জন্য সব সময় লড়াই করে গেছি এবং কখনোই আমার সতীর্থদের থেকে, দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না। ’
‘আপাতত বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নটি ভালো ছিল, যতক্ষণ এটি টিকে ছিল… এখন আশা করছি সময়ই সবচেয়ে ভালো পরামর্শক এবং সবাইকে বলে দেয় কখন ইতি টানতে হবে। ’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/55sn