English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

অস্টিওপোরোসিস কি? প্রতিরোধের উপায়

- Advertisements -
অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের রোগ। এই রোগে হাড়ের ঘনত্ব কমে যায় এবং তা দুর্বল হয়ে পড়ে। ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি যায় বেড়ে। এই রোগে হাড় ফাঁপা এবং ভঙ্গুর হয়ে যায়, বিশেষত পিঠের কশেরুকা, নিতম্ব এবং কবজির হাড় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে।

কারণ

বয়স বৃদ্ধি : বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব স্বাভাবিকভাবে কমতে থাকে।

হরমোনের ভারসাম্যহীনতা : মহিলাদের মেনোপজের পর ইস্ট্রোজেনের ঘাটতি এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের অভাব দুর্বল করতে পারে হাড়।

জেনেটিক কারণ : পরিবারে কারো অস্টিওপোরোসিস থাকলে বেড়ে যায় ঝুঁকি।

পুষ্টির অভাব : ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি হাড়ের স্বাস্থ্যকে খারাপ করে।

ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের অভাব : নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে হাড় দুর্বল হয়ে পড়ে।

ধূমপান ও মদ্যপান : এগুলো হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়।

কিছু ওষুধের প্রভাব : স্টেরয়েডের মতো কিছু ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে হাড় ক্ষয় হতে পারে।

অন্য রোগের প্রভাব : থাইরয়েড, কিডনি রোগ বা আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলোর ফলেও অস্টিওপোরোসিস হতে পারে।

লক্ষণ

♦ প্রাথমিক পর্যায়ে লক্ষণ দেখা যায় না।

♦ উচ্চতা ধীরে ধীরে কমে যাওয়া।

♦ কোমর, পিঠ বা নিতম্বে ব্যথা।

♦ সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়া।

♦ মেরুদণ্ডের কশেরুকা ভেঙে পিঠ বাঁকা হয়ে যাওয়া।

চিকিৎসা ও প্রতিরোধ

সুষম খাদ্য : ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার (দুধ, দই, পনির), সবুজ শাক-সবজি এবং ভিটামিন ডি-এর জন্য মাছ, ডিম খাওয়া।

ভিটামিন ডি গ্রহণ : নিয়মিত সূর্যালোক গ্রহণ করুন। প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন।

নিয়মিত ব্যায়াম : ওজন বহনকারী ব্যায়াম যেমন : হাঁটা, দৌড়ানো বা সাইক্লিং হাড় মজবুত করে।

ধূমপান ও অ্যালকোহল বর্জন : এগুলো হাড়ের ক্ষতি করে।

পিরিয়ডিক বোন ডেনসিটি টেস্ট : ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য হাড়ের ঘনত্ব পরীক্ষা করে ঝুঁকি নির্ধারণ করা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট নিয়মিত গ্রহণ করা।

শল্য চিকিৎসা : যদি হাড়ের ভাঙন গুরুতর হয়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

পরামর্শ দিয়েছেন, ডা. এম ইয়াছিন আলী

চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমণ্ডি, ঢাকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mi5e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন