চিকিৎসকরা বলছেন, কন্ট্যাক্ট লেন্স পরে গোসল করাটা মোটেও নিরাপদ নয়। কারণ পানিতে থাকা বিভিন্ন জীবাণু, বিশেষত এক ধরনের পরজীবী অ্যাকান্থামোইবা চোখে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।
এই পরজীবী কর্নিয়ায় সংক্রমণ ঘটিয়ে সৃষ্টি করে অ্যাকান্থামোইবা কেরাটাইটিস, যার ফলে চোখ ফুলে যাওয়া, ব্যথা, ঝাপসা দৃষ্টিসহ দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো গুরুতর সমস্যা হতে পারে।
এ ছাড়াও পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস চোখে লেগে মাইক্রোবায়াল কেরাটাইটিস নামক আর এক মারাত্মক সংক্রমণের জন্ম দিতে পারে। এর ফলে কর্নিয়ায় আঁচড় পড়ে, চোখে তীব্র ব্যথা, লালচেভাব ও আলোতে সংবেদনশীলতা দেখা দেয়। চিকিৎসা না করলে স্থায়ী দৃষ্টিহানিও হতে পারে।
১। লেন্স পরে কখনও গোসল, সাঁতার বা চোখ ধুবেন না।
২। লেন্স পরিষ্কার করার জন্য শুধুমাত্র নির্ধারিত সলিউশন ব্যবহার করুন।
কলের পানি বা অন্য কোনও অনিরাপদ পানির সংস্পর্শে লেন্স এলে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন।
৪। লেন্স ব্যবহারের আগে ও পরে হাত ভাল করে ধুয়ে নিন
৫। কোনও রকম অস্বস্তি, লালচে ভাব বা ব্যথা অনুভব করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা থাকলে লেন্স ব্যবহার যেমন আরামদায়ক হয়, তেমনই চোখও থাকে সুরক্ষিত। তাই অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই এড়ানো যেতে পারে বড় বিপদ।