দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৮ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৪ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে।
আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯২১ জন রোগী। এনিয়ে দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) ১২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ। সে হিসেবে আজ করোনা শনাক্তের হার বেড়েছে।