English

33 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৭, ২০২২
- Advertisement -

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের মৃত্যু

- Advertisements -

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও শনাক্ত রোগী বেড়েছে। আজ রবিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

এর আগে ৫ আগস্ট জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা যান ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ আগস্ট জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। ৭ আগস্ট বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২৪১ মৃত্যুর খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয়, ২৪৫ মৃত্যুর খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন।

মূলত বুধবার (১১ আগস্ট) থেকেই করোনা মৃত্যুর সংখ্যাটা কমতে থাকে। সেদিন বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা যান। বৃহস্পতিবার (১২ আগস্ট) জানানো হয়, ২১৫ জনের মৃত্যুর খবর। শুক্রবারও (১৩ আগস্ট) কমে মৃত্যুর সংখ্যা। সেদিন জানানো হয়, ১৯৭ জনের মৃত্যুর খবর। আর শনিবার (১৪ আগস্ট) জানানো হয়, ১৭৮ জন প্রাণহানির খবর। পরে ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪, ১৭ আগস্ট ১৯৮, ১৮ আগস্ট ১৭২, ১৯ আগস্ট ১৫৯, ২০ আগস্ট ১৪৫, ২১ আগস্ট ১২০ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। শনিবার (৭ আগস্ট) নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। সোমবার (৯ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর। বুধবার (১১ আগস্ট) জানানো হয়, ১০ হাজার ৪২০ জন আক্রান্তের খবর। বৃহস্পতিবার (১২ আগস্ট) জানানো হয়, ১০ হাজার ১২৬ জন শনাক্তের খবর। শুক্রবার (১৩ আগস্ট) বলা হয়, ৮ হাজার ৪৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বলা হয়, ৬ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত।

১৫ আগস্ট ৬ হাজার ৬৮৪, ১৬ আগস্ট ৬ হাজার ৯৫৯, ১৭ আগস্ট ৭ হাজার ৫৩৫, ১৮ আগস্ট ৭ হাজার ২৪৮, ১৯ আগস্ট ৬ হাজার ৫৬৬, ২০ আগস্ট ৫ ৯৯৩, ২১ আগস্ট ৩ হাজার ৯৯১ জনের করোনা আক্রান্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন