English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ লাখ ৩৪ হাজার ৬১৮ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৩৫৯ জনের।সর্বোচ্চ সুস্থ জাপানে ১ লাখ ৯৩ হাজার ৮৬ জন।

আজ বুধবার (১০ আগস্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ১৪ লাখ ৮১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ লাখ ৩৪ হাজার ৬১৮ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৩৫৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৪ লাখ ৪২ হাজার ১৫২ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৭৩৫ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ লাখ ২৪ হাজার ৭২০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ৫২ হাজার ১২৪ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৩ হাজার ৮০১ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৪১ লাখ ২৮ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ২২৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৫৯ হাজার ৬৪১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৯২ লাখ ৭০ হাজার ১৫৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪৭ জন, মৃত্যু ৫৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৬৯৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৬ হাজার ৮২৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ৬১০ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৮৮৮ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৮২২ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৫ হাজার ৭৭০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ২৩০ জন এবং মৃত্যু ১১১ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২২০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮০ হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৫৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার ২৯৪ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৭৫৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৫২ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭২ হাজার ৭৩৭ জন, মৃত্যু ২১৩ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৬০১ জন এবং মৃত্যু ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৯২ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৭৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ১ লাখ ৭৬ হাজার ৭২৭ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২৩৯ জন। মোট মারা গেছেন ২৫ হাজার ৩৩২ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৩৬৭ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন, মৃত্যু ৪০ জনের।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৮৬৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৮১৭ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৬৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ১২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬ হাজার ৩২২ জন এবং মৃত্যু ১০৯ জনের।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৩৯ জন। মোট মৃত্যু ৩৩ হাজার ৮২৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন, মৃত্যু ১৬২ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ২৩৮ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৮০ হাজার ৫৫৭ জন। মোট মৃত্যু ১ লাখ ১১ হাজার ৩৩৯ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২৮ লাখ ৬২ হাজার ২৭৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৯৪ জন, মৃত্যু ৬২ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪০ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৯৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৯১ হাজার ৮৬৫ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৯৬ লাখ ৮৪ হাজার ৬৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৫৩০ জন। মোট মৃত্যু ১২ হাজার ৪৩৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১০৪ জনের। এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৬২ হাজার ৭১৫ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৬ লাখ ২ হাজার ৫৩৪ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৪০ জন এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৩৬ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৭১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৫৬ হাজার ৮০৩ জন। মোট মৃত্যু ২২ হাজার ৫৩২ জন। আর সুস্থ হয়েছেন ৮২ লাখ ১৯ হাজার ৮৫৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৬৮ জন,মৃত্যু ৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৪ লাখ ৪৬ হাজার ১৪৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ৫৬৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ২১ হাজার ৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু ৪৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৫৯ হাজার ৯৭০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৪২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ১০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫০০ জন এবং মৃত্যু ২২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৭৮ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৯০ জন, মৃত্যু ৩৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৫৫ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ১৩১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০ লাখ ৪৭ হাজার ৫০৭ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩৯ জন, মৃত্যু ১ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/px8r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন