English

28 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৮, ২০২২
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১১ হাজার ১০৬ জনের

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৮ হাজার ১২৭ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ১২৮ জনের।সর্বোচ্চ সুস্থ ব্রাজিলে ৪৯ হাজার ৪৪৪ জন।

আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ১ লাখ ৩১ হাজার ৮৫৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৪৮ হাজার ৪৪৭ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ১০৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৪ লাখ ৫ হাজার ৮৯০ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৩০৬ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৬৪২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৭০৪ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৭ হাজার ৯৫৭ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১২৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৩ লাখ ৪১ হাজার ৮৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭৯৭ জন, মৃত্যু ৫১১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৮৯৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ১৬ হাজার ২২৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৭০৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৮৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৯৯০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৬৩ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৯১৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৯৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৩৯ হাজার ৩৭ জন।

Advertisements

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮৩ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৯৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৬৬ হাজার ৩৭৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৪০৫ জন এবং মৃত্যু ১১২ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৫৫ হাজার ৮৮৭ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৯০৪ জন এবং মৃত্যু ১১১ জনের। সুস্থ হয়েছেন ৪৯ লাখ ২৩ হাজার ৮৯২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৬১ লাখ ৩৮ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৬৭৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৫১ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৪৪ জন এবং মৃত্যু ১৬৮ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫১ লাখ ৬ হাজার ২০৭ জন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৭৪ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৭৬৪ জন এবং মৃত্যু ২৪৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৭৭ হাজার ৩২৩ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৭৮১ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২ হাজার ৪৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৫৪ জন। মৃত্যু ৯৩ জনের।

স্পেনে আক্রান্ত ৪৭ লাখ ৪৫ হাজার ৫৫৮ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৮৮৩ জনের আর সেরে উঠেছে ৪০ লাখ ৩৮ হাজার ২৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৯৫৬ জন, মৃত্যু ১৪৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৪৫ লাখ ৫৬ হাজার ৪১৭ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৬৯১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৮ লাখ ১৪ হাজার ১২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ১৭৪ জন এবং মৃত্যু ৫৮৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৬২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৯৯ হাজার ৪০৪ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৯ লাখ ৮ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৭৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ১৪১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১২৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৪৩ হাজার ৯০৩ জন।

Advertisements

জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৪৬ হাজার ১৮৬ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৪২৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৮৪ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৯৯৮ জন, মৃত্যু ২৫ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩১ লাখ ২৩ হাজার ২৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮১৪ জন। মোট মৃত্যু ২ লাখ ৪৯ হাজার ৫২৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৭৭ জনের। এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৭০ হাজার ৩৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৫ হাজার ৮৮৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩০৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৮ জন এবং মৃত্যু ১ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৬ লাখ ৩৮ হাজার ৯৮১ জন। মোট মারা গেছেন ৭৮ হাজার ৩৭৭ জন। সুস্থ হয়েছেন ২৪ লাখ ২ হাজার ২০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৭২৭ জন, মৃত্যু ৩৮৪ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৬৮ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৪৭ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৩৩৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৮ হাজার ২২০ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৩৭ হাজার ২৯৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৬৫৯ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৬৮ জন,মৃত্যু ১২০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৯ লাখ ৯ হাজার ২১১ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯২৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৭৭ জন, মৃত্যু ৭ জনের।সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৯ হাজার ৫২৪ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৭ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ২৪৮ জন, মৃত্যু ১৭২ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন