বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে ৩৯ হাজার ৯৬২ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ৭২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ২৫ হাজার ৯৩৭ জন।
আজ সোমবার (২৫ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ২০ হাজার ২৩২ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৭৩৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৮০২ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৯০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৭৪ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৭৫ হাজার ২০৬ জন বা আক্রান্তের ০.৪%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৪১ জন, মৃত্যু ৪৪২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬৪৯ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২০৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫ হাজার ৬৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১৩ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯ লাখ ৭ হাজার ২২৪ জন সুস্থ হয়েছেন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৭৩ লাখ ৬৭৪ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৯৬২ জন এবং মৃত্যু ৭২ জনের। সুস্থ হয়েছেন ৭১ লাখ ৪২ হাজার ১১৬ জন।
আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৪১ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৬৬০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৭২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৭১ লাখ ৬৫ হাজার ৯২১ জন।
তুরস্কে মোট আক্রান্ত ৭৮ লাখ ৫১ হাজার ৮০৫ জন। মোট মৃত্যু ৬৯ হাজার ১১২ জনের এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭৯২ জন এবং মৃত্যু ১৯৫ জনের।
ফ্রান্সে মোট আক্রান্ত ৭১ লাখ ২৫ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৪৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ১০ হাজার ৭৩৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫ জন এবং মৃত্যু ৪ জনের।
ইরানে মোট আক্রান্ত ৫৮ লাখ ৬০ হাজার ৮৪৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২৫ হাজার ২২৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ১৬ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১৭৪ জন এবং মৃত্যু ১৭১ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৮০ হাজার ৩৫৮ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৮২৬ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪৬ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪০ জন এবং মৃত্যু ৩ জনের।
স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৯৭ হাজার ৭৩২ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ১৩২ জনের আর সেরে উঠেছে ৪৮ লাখ ৪৮ হাজার ৪৩২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫২৮ জন, মৃত্যু ৩১ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৯১ হাজার ৫০ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩৪ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৬৯ জন। মৃত্যু ৩৫ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৪১ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭২৫ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৮২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৩৪ হাজার ৫৮৪ জন।
জার্মানিতে মোট আক্রান্ত ৪৪ লাখ ৭৬ হাজার ৭৮ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ৭৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ৪২ লাখ ৬ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৪১১ জন, মৃত্যু ০ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৪০ হাজার ১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ২০৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৮২ হাজার ৪৫৪ জন।
মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৮১ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ২ লাখ ৮৬ হাজার ২৫৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩০৬ জনের। এবং সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪১ হাজার ৪২৯ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৭২ হাজার ৯২৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৪৪৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮৬ হাজার ১২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭২৮ জন এবং মৃত্যু ১৩ জনের।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ১৯ হাজার ৬৩২ জন। মোট মারা গেছেন ৮৮ হাজার ৯২৫ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ১১ হাজার ৪৩৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০০ জন, মৃত্যু ১১ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ২৭ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৭৯১ জন। মোট মৃত্যু ৬৩ হাজার ৮৭২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৬ জন।
ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৫৬ হাজার ৯২৩ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৭৯৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৭৯ জন, মৃত্যু ২০৮ জনের।সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৪ হাজার ১৭৩ জন।
মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৪ লাখ ৩১ হাজার ৭১৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৪০০ জন। আর সুস্থ হয়েছেন ২৩ লাখ ২৭ হাজার ৩৬৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৬৬ জন,মৃত্যু ৪৬ জনের।
এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭৫ জন, মৃত্যু ৯ জনের।
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪ হাজার ৭৩৫ জনের, সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৯০ জন
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন