English

24 C
Dhaka
বুধবার, নভেম্বর ৩০, ২০২২
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩৭ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ৩৮০ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ১৮৪ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৯ হাজার ৮২৮ জন।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ১১ হাজার ৪৪ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৩১৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫২ লাখ ৭৮ হাজার ৪১ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৩৮ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৫১৬ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৬ হাজার ৯৮৫ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৩৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ১০ হাজার ২৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৭২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৯৬ লাখ ৭২ হাজার ২৯৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮২২ জন, মৃত্যু ২২০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৩৮৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭৩ হাজার ৭৫৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬০৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৮৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ২৩৯ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু ৪১ জনের। সুস্থ হয়েছেন ৯২ লাখ ৫৯ হাজার ১৭৯ জন।

Advertisements

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৩৩ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ১৩৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১৮৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৩০ হাজার ৪৭৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৮৯ লাখ ২১ হাজার ১৫০ জন। মোট মৃত্যু ৭৮ হাজার ১৭ জনের এবং সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৬২ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৩৩ জন এবং মৃত্যু ১৮৭ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭৯ লাখ ২৮ হাজার ৫৭২ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৫৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ৯১ হাজার ১২৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩০৮ জন এবং মৃত্যু ০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬২ লাখ ১৯ হাজার ১৬৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ৯১৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ২০ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৩৩০ জন, মৃত্যু ৩০৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৩৭ হাজার ৮২১ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ২৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ৫০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু ৭৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৪৩ হাজার ১৫৩ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ৩ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু ৩৪ জনের।

স্পেনে আক্রান্ত ৫২ লাখ ২ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ১৫৯ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ২৭ হাজার ৩৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৩৮ জন, মৃত্যু ৩৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫০৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৪৮ হাজার ৪৫৪ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৮২ হাজার ৭৬২ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৮২১ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ২৩ হাজার ৪৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৯৮ জন। মৃত্যু ৪১ জনের।

Advertisements

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৭ হাজার ৮১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৮৭৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮ হাজার ২৯৭ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ১ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৭০ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৫ হাজার ২০২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫৭ হাজার ৬৭৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৭০০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬৭ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৫০ জন এবং মৃত্যু ২৫ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৫ লাখ ১ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৭৮ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৫১৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ৫৯ হাজার ৭৪১ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ৩৮ হাজার ৭৫ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৯৭৫ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৬১ হাজার ৩৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৮১ জন, মৃত্যু ৯ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৫ হাজার ১৫৪ জন। মোট মৃত্যু ৪৯ হাজার ৪৯৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৩ জন, মৃত্যু ১১৩ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭২ হাজার ১০৭ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৭ লাখ ৭২ হাজার ৯১৯ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৭০২ জন। আর সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৯ হাজার ৯৯৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৯৬৫ জন,মৃত্যু ৩৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭৭ জন, মৃত্যু ৪ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন