English

25.1 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৭১ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৩২৫ জনের এবং সর্বোচ্চ সুস্থ জাপানে ২ লাখ ১৩ হাজার ১৬১ জন।

আজ রোববার (২৮ আগস্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৪৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৮৭ হাজার ৭৪৯ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৪৬৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৪ লাখ ৮৭ হাজার ৪৪৫ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৫৪২ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৭১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ০ হাজার ৯১৭ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৩ হাজার ৫৮১ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৮৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৬৯ হাজার ১২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৭১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৩৬ জন, মৃত্যু ১৫৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৮ হাজার ১৩২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৭ হাজার ৭৫৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৭৮৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৭১১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু ০ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৮৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৭৭২ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ১০৪ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লাখ ২৮ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ২২৬ জন, মৃত্যু ১০১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ৭৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু ১০৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮৫০ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জন। মোট মারা গেছেন ২৬ হাজার ৪৯৯ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৮২৬ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫ হাজার ৫৩৮ জন, মৃত্যু ৮৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৮০২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৯৮১ জন।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ৯৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৭৩৮ জন।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪২৫ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৫২২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন, মৃত্যু ৩২৫ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৭৫ হাজার ৬৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৮৪৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০০ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৬৮২ হাজার ৩২২ জন এবং মৃত্যু ৩৪২ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৯৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ১২ হাজার ৪৫৪ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৩০ লাখ ৯২ হাজার ৬১৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৪ জন, মৃত্যু ৭০ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ১১১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৪০ হাজার ২০৭ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৯৯ লাখ ৮৭ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩২৬ জন। মোট মৃত্যু ১৩ হাজার ৭৩৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৬ জনের। এবং সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৩১ হাজার ৩৪৯ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৬ লাখ ৫৮ হাজার ৩৯১ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৩০ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৮১ হাজার ৯ জন। মোট মৃত্যু ২২ হাজার ৫৯৪ জন। আর সুস্থ হয়েছেন ৮৩ লাখ ১ হাজার ৮০৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৫৬ জন,মৃত্যু ২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৫ লাখ ২১ হাজার ৯৬৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৬৮৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ ৭৭ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৭৬ জন এবং মৃত্যু ৩৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৭ হাজার ৭৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৩৩৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬২ লাখ ৫০ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৫১ জন এবং মৃত্যু ৪৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৪৩ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৭০ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৪৯৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩৭ হাজার ৩৯৪ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৯৯ হাজার ৫৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৫১৯ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ২২ হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯২৭ জন, মৃত্যু ১৬ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪৫ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫৬ জন, মৃত্যু ২ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f38o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন