English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৫৬৬ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিল ২১০ জনের।সর্বোচ্চ সুস্থ জাপানে ২ লাখ ৩ হাজার ৩৮৯ জন।

আজ রোববার (৭ আগস্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ লাখ ১ হাজার ৭৪০ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৯৯৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৪ লাখ ৩৫ হাজার ৫৬৬ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৬০৩ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭২ হাজার ৩১৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২৪ লাখ ১০ হাজার ৮২০ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৩ হাজার ৮৫১ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৫৮ হাজার ৭২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ১২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৩৮ জন, মৃত্যু ৪০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৭ হাজার ৫৮৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৬ হাজার ৬০০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬২৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪০ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৫১৮ জন এবং মৃত্যু ১০৭ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ১১ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭০৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮০ হাজার ১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২১০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৬০৩ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৩১৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৭১৭ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৬০৯ জন, মৃত্যু ১৪১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৬০১ জন এবং মৃত্যু ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৯২ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৯৯৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ০ লাখ ৮ হাজার ২৭৩ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৬২১ জন। মোট মারা গেছেন ২৫ হাজার ২৩৬ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৪০২ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৬১০ জন, মৃত্যু ৪৫ জনের।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৭৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৩০ হাজার ৬২৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৮১৭ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৬৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ১২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬ হাজার ৩২২ জন এবং মৃত্যু ১০৯ জনের।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৯৯ জন। মোট মৃত্যু ৩৩ হাজার ৩৪৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন, মৃত্যু ১৮৯ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৬৬৮ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ১৮৪ জন। মোট মৃত্যু ১ লাখ ১১ হাজার ৯৪ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৯৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ১৮৮ জন, মৃত্যু ১৭৫ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১২ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৯৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৪৮ হাজার ১৭৪ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৯৬ লাখ ১৫ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৪৭৯ জন। মোট মৃত্যু ১২ হাজার ২৮৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ০ হাজার ৬৮৬ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৫ লাখ ৬০ হাজার ৩০৭ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৩৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৮৭ হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫৩৫ জন এবং মৃত্যু ১৩ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৪৯ হাজার ৭৬৫ জন। মোট মৃত্যু ২২ হাজার ৫১১ জন। আর সুস্থ হয়েছেন ৮১ লাখ ৯৪ হাজার ৫৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৭০ জন,মৃত্যু ১ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৪ লাখ ৩৪ হাজার ৯৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ৩৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ০ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৬০ জন এবং মৃত্যু ৬১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৯ হাজার ৭৩২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২২১ হাজার ৯৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬০ লাখ ০ হাজার ৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু ৯৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৭৮ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৯০ জন, মৃত্যু ৩৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৫৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৮২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০ লাখ ৩২ হাজার ৭২২ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ১১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২০ জন, মৃত্যু ২ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/24mr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন