English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১ হাজার ৬৩১ জনের

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৩১৮ জনের এবং সর্বোচ্চ সুস্থ জাপানে ১ লাখ ৮৩ হাজার ২২১ জন।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৪০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ১১ হাজার ৪১ জন।

নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৭৫৪ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৫ লাখ ১ হাজার ৬৩১ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪১৪ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৭০ হাজার ৭৭৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৭৪৯ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪২ হাজার ৬১৪ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৯৯১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৭২ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২১৯ জন, মৃত্যু ৩৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৭২৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৭ হাজার ৯৬৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ১৬ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ২৪৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৯৬০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু ৫৫ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৮০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৩৩৪ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৩১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪৪৭ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৮২৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ৭৬২ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৩৪৫ জন, মৃত্যু ১২০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৭৯২ জন। মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৭ জন এবং মৃত্যু ৬৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৫ হাজার ২২৯ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৪২৫ জন। মোট মারা গেছেন ২৬ হাজার ৯৪০ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৯১ হাজার ১৬০ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ হাজার ৫২৮ জন, মৃত্যু ৬৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ১৫৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লাখ ১১ হাজার ২৭৪ জন।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০ হাজার ৯৫২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ৫৩২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৭২ হাজার ৫৮৬ জন।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৯৫৭ জন। মোট মৃত্যু ৪০ হাজার ১৯৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জন, মৃত্যু ৩১৮ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৩৮৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৮৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৩১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু ২২১ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ১৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১২ হাজার ৮০৪ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৩৩৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৬৩ জন, মৃত্যু ৬৮ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৪৮ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ১১৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৯৫ হাজার ৮৭৪ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৫২ হাজার ২৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৩৮৬ জন। মোট মৃত্যু ১৪ হাজার ১৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৭ জনের। এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ২১ হাজার ৪৯৬ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৬ লাখ ৭৮ হাজার ২২৫ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭১১ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৭২ হাজার ৮২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৮৮ হাজার ৬৮৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬০৫ জন। আর সুস্থ হয়েছেন ৮৩ লাখ ২২ হাজার ২৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২০৮ জন,মৃত্যু ২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৫ লাখ ৩১ হাজার ৩৯২ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৯১৭ জনের এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ২ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৭ জন এবং মৃত্যু ২৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৩২ হাজার ২৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৫৩৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮৫ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭৭২ জন এবং মৃত্যু ৪২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৬৬ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬১৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৬০৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮৫ হাজার ৫৩১ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ২ হাজার ৮০৯ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৬৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৪৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬০ জন, মৃত্যু ১৯ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪৫ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৪ জন, মৃত্যু ১ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2j9n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন