দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৪৭ এ। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। স্বাস্থ্য অধিপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩১৮ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুতে বিদেশ ফেরতদের মধ্যে করোনা ধরা পড়লেও পরে তা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mpfk
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন