দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২২০২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৮ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৮৮ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/slcv