English

30 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৩৫৪ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৩ হাজার ৬২০ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ২২৮ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৯ হাজার ৩৬৫ জন।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৬২ হাজার ৫৫ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৫৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৭ লাখ ৩২ হাজার ৮৩৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৭৩৩ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ১৬৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার ২৭৫ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৯৭ হাজার ৫০৮ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৮৭৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬২০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৯৯ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ২২৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৫৭ জন, মৃত্যু ২৭৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৩৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৪৬ হাজার ৮০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৮ হাজার ১৭৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৫৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৪৭৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৯২ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৩৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২ লাখ ৯৫ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৩০ হাজার ১০৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৬২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৪৬০ জন এবং মৃত্যু ১৬৬ জনের। সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৫ হাজার ৭৩৩ জন।

Advertisements

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৩৩ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৭০৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬২৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৯৮৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৯ লাখ ৭১ হাজার ৪৯৩ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৩০৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৯৮৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু ৫৮ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৬৯ লাখ ৩২ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ৬২ হাজার ৩০৭ জনের এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ১১ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ১৬৮ জন এবং মৃত্যু ২৪২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৪ লাখ ৭৭ হাজার ২২৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ১৯১ জনের এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৪৩৩ জন এবং মৃত্যু ২৮৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৪৫ হাজার ২৬৫ জন। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ২ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪ জন এবং মৃত্যু ১০৫ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৪৫ হাজার ২০৩ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৮৪ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৮১ জন। মৃত্যু ৪৪ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৪০ হাজার ৮২৪ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৮৫ জনের আর সেরে উঠেছে ৪৬ লাখ ৯২ হাজার ৪৩৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮৪০ জন, মৃত্যু ১০২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৪৫ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯৭০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৮ হাজার ৮০৬ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪১ লাখ ৯৮ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭২০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৯৫৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৮ হাজার ৬২ জন।

Advertisements

জার্মানিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৭৫ হাজার ৫৫৭ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ৭৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ২১ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ১৬৫ জন, মৃত্যু ৫১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৫ লাখ ৮৫ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫২১ জন। মোট মৃত্যু ২ লাখ ৭২ হাজার ৫৮০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮১৫ জনের। এবং সুস্থ হয়েছেন ২৯ লাখ ৪৪ হাজার ৩০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৯৯ হাজার ৮৮৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫২৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৯ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৮২ জন এবং মৃত্যু ২০ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৮ লাখ ৮৯ হাজার ২৯৮ জন। মোট মারা গেছেন ৮৬ হাজার ৫০০ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৫০ হাজার ২১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৯৬৭ জন, মৃত্যু ১২৪ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৪ লাখ ১৭ হাজার ৪১৯ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ২২৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৫৯২ জন, মৃত্যু ১৫৪ জনের।সুস্থ হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৬১১ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৩ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৫৪ জন। মোট মৃত্যু ৫৫ হাজার ১৬১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০৫ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৩৫ হাজার ৬৬৮ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৬৯ হাজার ৪২৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৯ হাজার ১০৮ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯৬ জন,মৃত্যু ৪৮ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৭৬ জন, মৃত্যু ৩৬ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন