English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭৯ হাজার ১৮৫ জন মানুষ

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ১ লাখ ২৭ হাজার ১৯০ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ২৮৭ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানীতে ১ লাখ ৮৩ হাজার ৯০০ জন।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৫৬৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৯৯০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ৭৯ হাজার ১৮৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৪৩৪ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৬ হাজার ৫৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৫৪৫ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৫৫ হাজার ৪০৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৪২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৮০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ২৭৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৫ জন, মৃত্যু ৫৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৩৮৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৮৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৮২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬০ হাজার ৩৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৫০০ জন। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬৫৫ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১০৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৬৪৮ জন এবং মৃত্যু ১৪৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৭১৩ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৬৫১ জন, মৃত্যু ১৫০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৬৮১ জন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৮৫৮ জন এবং মৃত্যু ৭০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৯৪১ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ১২ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ২৯১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৮৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৮৭৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৭৮ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ১৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৬৪৭ জন এবং মৃত্যু ৪০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৬৩০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৯০৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ৯৩০ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৪০ লাখ ১ হাজার ৪০৬ জন। মোট মারা গেছেন ১৭ হাজার ৪৫৩ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ১৯০ জন, মৃত্যু ২১৮ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৫৭৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৫৪১ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ২৯৮ জন, মৃত্যু ১১৩ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৯৮ লাখ ৬৭ হাজার ৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ৭১৭ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৬৪২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪২ জনের এবং সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৫ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৪১ হাজার ১২৪ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৬৭ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮৪ জন এবং মৃত্যু ৬ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৯ লাখ ২১ হাজার ৮৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ২৩ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ লাখ ১৮ হাজার ৩৮৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৩৮৭ জন,মৃত্যু ৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৬৭ হাজার ৬৪৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৩১৫ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৮৬ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৭৫ জন এবং মৃত্যু ৩৮ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬৭ লাখ ২ হাজার ৮৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ২৮৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ২৪৫ জন, মৃত্যু ৩৮ জনের।সুস্থ হয়েছেন ৬২ লাখ ৩ হাজার ৫২২ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮৫ হাজার ৯২৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৬০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৯ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৮ জন, মৃত্যু ১০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ১৯ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৩৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ২৮৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৬৮ হাজার ৭০৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৬৯ হাজার ৬২১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৪৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৩ হাজার ৫৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৭ জন এবং মৃত্যু ২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩০৩ জন। মোট মৃত্যু ৩ লাখ ২৩ হাজার ২১২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৬৩ হাজার জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১ জন, মৃত্যু ১ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rys0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন