English

29 C
Dhaka
শনিবার, মে ১৮, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৬২ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ২ লাখ ৩ হাজার ৯৭২ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৫৪ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭ হাজার ৯৭০ জন।

আজ শনিবার (৫ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৪১ লাখ ৩ হাজার ৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ লাখ ৯৬ হাজার ১৭৫ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ২৮৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬০ লাখ ১০ হাজার ১২২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৬২ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৯ হাজার ২১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৩৩২ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৭১ হাজার ৯৪৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৬৫১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৬৯৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৮৩ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৯৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯২১ জন, মৃত্যু ২৮৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৪৭৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৪ হাজার ৯০৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৭২১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ১০১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬৯৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৬৯ লাখ ৯ হাজার ৪৮১ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৩২০ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩২৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ৭৮৯ জন এবং মৃত্যু ১৮১ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ১৯ হাজার ১৮১ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ৭৪০ জন এবং মৃত্যু ১১০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ২১৪ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ হাজার ১৭৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৭৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ১৯১ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৪৮০ জন। মোট মৃত্যু ১ লাখ ২৪ হাজার ৫১৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৯৭২ জন, মৃত্যু ২৫২ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৮২৮ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ২০৫ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ১৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ২৮৩ জন এবং মৃত্যু ১৮০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৫৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৯৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৪৬৩ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৪২৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩১ জনের আর সেরে উঠেছে ৯৮ লাখ ৬১ হাজার ১৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৪০০ জন, মৃত্যু ১৯২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৯ লাখ ২৯ হাজার ৮৯৮ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ লাখ ২০ হাজার ১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৬২ জন এবং মৃত্যু ৯৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭০ লাখ ৮০ হাজার ২১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৭ হাজার ৫৯৩ জনের এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৭০ জন এবং মৃত্যু ১৫৪ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৬৫ লাখ ৭৩ হাজার ১৯৫ জন। মোট মৃত্যু ২১ হাজার ৫৯৯ জন। আর সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৯ হাজার ১৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮ হাজার ৩০৯ জন,মৃত্যু ১০ জনের।

Advertisements

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৯৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৯৭ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৫১ জন। মৃত্যু ৪৫ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ২১ হাজার ৩১৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৩৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ১০ হাজার ১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু ২০৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৬ লাখ ৯৩ হাজার ৭০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৩৮৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৯ হাজার ৫৯৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩২৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ লাখ ২৬ হাজার ৮৫৩ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৫ লাখ ৪৪ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৫৪ জন। মোট মৃত্যু ৩ লাখ ১9 হাজার 296 জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৯৬ হাজার ৭৮ জন।

জাপানে মোট আক্রান্ত ৫১ লাখ ৩৯ হাজার ৩০৫ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৯২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭১ হাজার ৫৭০ জন, মৃত্যু ২৩২ জনের।সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৯ হাজার ৮২৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৮ লাখ ৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ৫০৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫৮ হাজার ২০ জন।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৩৮ লাখ ৮৫ হাজার ৬৩১ জন। মোট মারা গেছেন ৪০ হাজার ৫৪৭ জন।সুস্থ হয়েছেন ২৫ লাখ ৫০ হাজার ৫২৫ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৭৯০ জন, মৃত্যু ৯৫ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০৪ জন, মৃত্যু ৬ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন