English

38 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই: স্বাস্থ্য অধিদপ্তর

- Advertisements -
Advertisements

মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা আরও জানিয়েছে, রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণে আমরা অনেক তথ্য প্রকাশ করতে পারি না। তবে ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এখন যারা চিকিৎসাধীন তাদের মধ্যে কারও কোনো জটিলতা নেই। শুধু ওমিক্রনে আক্রান্ত রোগীই নন, করোনা আক্রান্ত যে কেউ যথাসময়ে চিকিৎসকের কাছে কোনো তথ্য গোপন না করে পরামর্শ গ্রহণ করেন তাহলে করোনা মোকাবেলার কাজটি সহজ হয়ে যায়।

রবিবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, দেশে ওমিক্রনে বর্তমান আক্রান্ত ২১ জন। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে দেশে করোনা রোগী বাড়ছে। এ কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Advertisements

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন