English

33 C
Dhaka
বুধবার, মে ১, ২০২৪
- Advertisement -

করোনার এই টিকা সবচেয়ে নিরাপদ, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

- Advertisements -

টিকা সম্পর্কে ভীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

Advertisements

তিনি আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেন। টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এ কথা বলেন। সেখানে চারটি রেজিষ্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলছে।

Advertisements

করোনা টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য। সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভালো কাজ করছেন না এবং তারা কখনো দেশের মানুষের মঙ্গল কামনা করেন না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাকসিন হিরো। তিনিই প্রথম টিকা কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। দেশবাসী খুবই আনন্দিত।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাসপাতালে সোহম

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন