English

33.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

করোনায় শনাক্ত ৪৮, মৃত্যু শূন্য

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে । একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। যা আগের দিন  ছিল শূন্য দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৬০ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য  দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tbpv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন