ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৫০৬ জনের মধ্যে রয়েছেন বরিশাল বিভাগের ৫৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটির ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটির ১৬ জন ও ময়মনসিংহ বিভাগের ২৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৬৯ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ২৭৮ জনের। ২০২৫ সালে সবচেয়ে বেশি ১৩৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে। বছরে সবচেয়ে বেশি ৮০ জন মারা গেছেন অক্টোবর মাসে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন ৫৭৫ জন।

