English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার

- Advertisements -

দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এই তথ্য উঠে এসছে।

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ নবজাতকের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩২ শিশুর। এর মধ্যে ছেলে শিশু ২১ ও মেয়ে শিশু ১১।

এছাড়া, আক্রান্তদের মধ্যে ২০ শিশুই ঢাকার বাইরের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায়; হাসপাতাল ছেড়েছে, ১৪ শিশু। মৃত্যু হয়েছে ৪ নবজাতকের।

দেশে করোনায় শনাক্তের হার বাড়ছে শিশুদের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেও আক্রান্ত হচ্ছে নবজাতকরা। গেলে বছর ৫ মাসের তথ্য নিয়ে ঢাকা শিশু হাসপাতালের গবেষণাতেই শনাক্তের হার মিলেছে ২ শতাংশ।

গবেষকরা বলছেন, এখন এই হার আরও বেশি। তাদের মতে, স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ তাদের।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমেই এই সংক্রমণ।

গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে।

এমন পরিস্থিতিতে নবজাতকদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/03wk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন