English

33 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ২৮৭ জন

- Advertisements -

আজ রোববার (২৪ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ২৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৭৬ হাজার ৯৮৫ জন। নতুন করে প্রাণ গেছে ১৩ হাজার ৯৩৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২১ লাখ ৩০ হাজার ৩৬৬ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৬১৩ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৩৬৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ৬৪৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১০ হাজার ৬৬৩ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ২৭ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪২৭ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে, ১৫৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৩৭৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৯৬ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ১২১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১৭৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৬ লাখ ২৮ হাজার ৪৩৮ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৯৮ হাজার ২৭৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৯২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৮ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৫৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৯ হাজার ৩১৫ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ১৭ হাজার ৪৫৯ জন। মারা গেছেন ৯৭ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৫৫২ জন এবং মৃত্যু ১ হাজার ৩৪৮ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৬ হাজার ৩০৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ১৮১ জন। মারা গেছেন ৭২ হাজার ৮৭৭ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৭২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৯২৪ জন।মৃত্যু ২৩০ জনের।

স্পেনে আক্রান্ত ২৬ লাখ ৩ হাজার ৪৭২ জন।মোট মৃত্যু ৫৫ হাজার ৪৪১ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৫৫ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩৩১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৫ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৮৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ১৮৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৪ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৯৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ১ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু ১৪৪ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২১ লাখ ৩৭ হাজার ৬৮৯ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৫৩৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৫ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪২৮ জন, মৃত্যু ৫১৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২০ লাখ ২ হাজার ৯৬৯ জন। মারা গেছেন ৫০ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৫৫১ জন। মৃত্যু ৩৯৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৮ লাখ ৬২ হাজার ১৯২ জন। মারা গেছেন ৪৬ হাজার ৭৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৬ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৬২ জন এবং মৃত্যু ১৬২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৭ লাখ ৩২ হাজার ২৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ৬১৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৪০ জনের। এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৯১ হাজার ৯৪০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭০ হাজার ৮৭৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ হাজার ২৫৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ২২ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩২২ জন এবং মৃত্যু ৩৪৬ জনের।

Advertisements

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৪ হাজার ৮৩৯ জন।মোট মারা গেছেন ৪০ হাজার ৫৭৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ২৭১ জন,মৃত্যু ৪৯৮ জনের। সুস্থ হয়েছেন ১২ লাখ ১৭ হাজার ৪৯২ জন।

ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৬৭ হাজার ৩২ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ২৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২০৭ জন এবং মৃত্যু ৬৯ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৮৭ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯২৮ জন। মোট মৃত্যু ২১ হাজার ৭৭৮ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১৬ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৪২ হাজার ১০৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৯৩ হাজার ৯৩৮ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ৬০৮ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৭ হাজার ৭৪৮ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৪২ জন। মৃত্যু ১৮১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ১৯১ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৬৬৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৯ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ৪৪ হাজার ৪২ জন। মোট মৃত্যু ১৩ হাজার ৫১০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪১৪ জন, মৃত্যু ৮৮ জনের।

এদিকে ৩০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০০৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩৬ জন , মৃত্যু ২২ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন