English

32 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৪৫ জন বা ৩%

- Advertisements -

আজ শনিবার (১৬ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৩৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৭৮ হাজার ৯১৪ জন। নতুন করে প্রাণ গেছে ১৫ হাজার ৪৩৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২০ লাখ ১৭ হাজার ৮৪৫ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৭৩ লাখ ৪৫ হাজার ৩২৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৭০৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১১ হাজার ৪২৫ জন বা ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ১ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৫ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৯৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৫১ জন। মৃত্যু হয়েছে, ১৭৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৬৫৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫২ হাজার ১৩০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৮৩ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ১৩৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ২৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১৩১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৩ লাখ ৬১ হাজার ৩৭৯ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ২০ হাজার ৫৩১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৪ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৫৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৯ হাজার ৬৮০ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ১৬ হাজার ১৯ জন। মারা গেছেন ৮৭ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ হাজার ৭৬১ জন এবং মৃত্যু ১ হাজার ২৮০ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ৬৫৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৭২ হাজার ৯৪১ জন। মারা গেছেন ৬৯ হাজার ৯৪৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ২৭১ জন।মৃত্যু ৩৯৯ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৭৩ হাজার ১১৫ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৬৬৪ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৪৬ হাজার ৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩১৪ জন এবং মৃত্যু ১৬৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৫২ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ১৪৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৭৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৩০ জন।

স্পেনে আক্রান্ত ২২ লাখ ৫২ হাজার ১৬৪ জন।মোট মৃত্যু ৫৩ হাজার ৩১৪ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ১৯৭ জন, মৃত্যু ২৩৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২০ লাখ ২৩ হাজার ৮০২ জন। মোট মৃত্যু ৪৬ হাজার ৫৩৭ জনের এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৭৯১ জন, মৃত্যু ১ হাজার ৪৫ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৮ লাখ ৭০ হাজার ১৭৯ জন। মারা গেছেন ৪৭ হাজার ৮৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৮ হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৭৮ জন। মৃত্যু ৩৭৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ৮৩ হাজার ৪৭ জন। মারা গেছেন ৪৫ হাজার ২২৭ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৩৩২ জন এবং মৃত্যু ১০২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৫ লাখ ৮৮ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৪৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৭ হাজার ৯১৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৯৯ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৫ হাজার ৬২১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ৩২০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮৪৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭৯৫ জন এবং মৃত্যু ৩৮৬ জনের।

Advertisements

ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ১৮ হাজার ২৯৫ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৬২১ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৭ হাজার ১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৮৫ জন এবং মৃত্যু ৮৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৩ লাখ ১১ হাজার ৬৮৬ জন।মোট মারা গেছেন ৩৬ হাজার ৪৬৭ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮৮০ জন,মৃত্যু ৬১৫ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৬২ হাজার ৬৯০ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৪৬ হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৯৯ জন। মোট মৃত্যু ২০ হাজার ৫৪২ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৭ হাজার ৩৯১ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৫৬ হাজার ২৩ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৬৫৪ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৭২ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩৬১ জন। মৃত্যু ৯০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ১ হাজার ৬৯৬ জন। মোট মৃত্যু ১২ হাজার ৮৬৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯ জন, মৃত্যু ৯৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ৮২ হাজার ৪১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৮১৮ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৪৮৪ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৬৯৬ জন।

এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৬২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৬২ জন , মৃত্যু ১৩ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন