English

30 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

 বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৯ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায় ২ লাখ ৩ হাজার ৭৬৬ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৮৯২ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৩ লাখ ১ হাজার ২৮৫ জন।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৯ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৪০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৮ লাখ ২৯ হাজার ১২৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ কোটি ৯ লাখ ২৪ হাজার ৩২১ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ৬৩০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৬৫০ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৮৭ হাজার ৫৫৩ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৫৭৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৮৭৭ জন, মৃত্যু ৬৫৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৪২১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৮ হাজার ৬৬৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৭১১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮৯২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ২৬৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ৮৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মৃত্যু ১৬১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন। মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬ হাজার ২৫ জন এবং মৃত্যু ১৬৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ১০৯ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৭৬৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৯ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭২৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২৯১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫৩৪ জন। মোট মৃত্যু ৯০ হাজার ২৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৬ হাজার ১৯৩ জন এবং মৃত্যু ২৭২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৮৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ৫৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৭৯ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন, মৃত্যু ১২২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ২৩১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৬৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৮৯২ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৪ হাজার ২০০ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ৯৯৫ জনের আর সেরে উঠেছে ৭৩ লাখ ৬১ হাজার ৬৯৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৪ জন, মৃত্যু ৩৮৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজার ২৬২ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৯৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৮৪ লাখ ১ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩২২ জন এবং মৃত্যু ১২৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৭ লাখ ৮০ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৫৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৬২ লাখ ৮১ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু ১৩৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ১৪ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৯৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৭২ জন। মৃত্যু ১৮৯ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৫৬ লাখ ৭৪ হাজার ৩১৫ জন। মোট মৃত্যু ২১ হাজার ৩৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৮৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭০ হাজার ৩৫১ জন,মৃত্যু ১২ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮০ হাজার ২১৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৩৩১ জন এবং মৃত্যু ৩৩৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫২ লাখ ৫৭ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৩৩৬ জন। মোট মৃত্যু ৩ লাখ ১২ হাজার ১১৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৬৪ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৭১ হাজার ৩৭৩ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৭ লাখ ৬৩ হাজার ২৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ হাজার ২০৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৬৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১০৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮২ হাজার ৮৪৭ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৫ লাখ ১ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ২১২ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭০ হাজার ৭৬৯ জন।

জাপানে মোট আক্রান্ত ৩৭ লাখ ৬৪ হাজার ৪৫৮ জন। মোট মৃত্যু ২০ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৮ হাজার ১৭৩ জন, মৃত্যু ১৪২ জনের।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৪০ হাজার ১৬২ জন। মোট মারা গেছেন ৯৬ হাজার ৯৮৫ জন।সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৮২৬ হাজার।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন, মৃত্যু ১৩৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৩ জন, মৃত্যু ২০ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন