English

27.9 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ লাখ ৯৭ হাজার ২০৫ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮ হাজার ৮৭৪ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৮৩৫ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৭ হাজার ৫৩১ জন।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৮৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ লাখ ৯৭ হাজার ২০৫ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৪৫৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৪ লাখ ৬৫ হাজার ৯০৩ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৩৪৩ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ১৭২ জন বা আক্রান্তের ৯৯.৭% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৪৩৫ জন বা আক্রান্তের ০.৩%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৫০৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮৭৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৪৮ হাজার ৮২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭০৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ১৭ লাখ ৮ হাজার ৯৫৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৩৭৯ জন, মৃত্যু ১২৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৬১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮২ হাজার ১৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৯৫ হাজার ৪০৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৮১৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন এবং মৃত্যু ৪২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৫৯ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩৮৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৫৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৩৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৪৮ হাজার ৭৬ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮১৯ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ লাখ ১০ হাজার ৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭ হাজার ৪৬১ জন এবং মৃত্যু ২৭০ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৯৫ লাখ ৯৭ হাজার ৬৭০ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৭৯৫ জনের এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ২৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ৮৬৯ জন এবং মৃত্যু ১৬০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৭২ লাখ ৩৫ হাজার ১৩৫ জন। মোট মৃত্যু ১ লাখ ১৩ হাজার ৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৭৮ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৩৪৫ জন, মৃত্যু ১৯৬ জনের।

স্পেনে আক্রান্ত ৬৬ লাখ ৬৭ হাজার ৫১১ জন। মোট মৃত্যু ৮৯ হাজার ৫৭৩ জনের আর সেরে উঠেছে ৫০ লাখ ৯৯ হাজার ৬৪৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৩ হাজার ১৯০ জন, মৃত্যু ৪২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৯৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮ হাজার ৫২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৩৩ হাজার ২৭২ জন।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৯৮ হাজার ৫৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩১ হাজার ৭০২ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৭৭ জন এবং মৃত্যু ২২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৭ লাখ ৩৯ হাজার ৩২৬ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ২৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৪১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ৩৯৬ জন এবং মৃত্যু ৪১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫১ লাখ ৯১ হাজার ২১ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৬১ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৮৩ হাজার ৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৮৪৮ জন। মৃত্যু ৩৫ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৬৩ হাজার ৪৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১০২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৪ হাজার ৮০১ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৩৩ হাজার ৮৫১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬০১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৭০ হাজার ৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪২২ জন এবং মৃত্যু ৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৯০ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৭১ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৯ হাজার ৫৪৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ১২ হাজার ২৩৩ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৬ লাখ ৭৬ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮০৪ জন। মোট মৃত্যু ৯৬ হাজার ৩০১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১৪ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭৯ হাজার ৭২৫ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৪ লাখ ৭৫ হাজার ৫১২ জন। মোট মারা গেছেন ৯১ হাজার ৩১২ জন।সুস্থ হয়েছেন ৩২ লাখ ২৪ হাজার ১৫২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭৬ জন, মৃত্যু ৮৪ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩১ লাখ ৮০ হাজার ৩২৯ জন। মোট মৃত্যু ২০ হাজার ৯৭১ জন। আর সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭ হাজার ৯১৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৫৩৬ জন,মৃত্যু ১৪ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ২৮ লাখ ৫৫ হাজার ৮১৯ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৫৮৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৪ জন, মৃত্যু ১৬ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৯ হাজার ২৪১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭৪ জন, মৃত্যু ৪ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a3fy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন