English

28.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ লাখ ৭৬ হাজার ৫৪৮ জন, প্রাণ গেছে ১২ হাজার ৯৭২ জনের

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৬১৯ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৩ লাখ ২৪ হাজার ৩১৬ জন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৮৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ লাখ ৭৬ হাজার ৫৪৮ জন। নতুন করে প্রাণ গেছে ১২ হাজার ৯৭২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৪৪ হাজার ৩৯৭ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৩৭১ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫ লাখ ৪৫ হাজার ৫২৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৩১৬ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৭৫৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন, মৃত্যু ১ হাজার ৫৬ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২০ লাখ ৮০ হাজার ৬৬৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১ হাজার ১৪৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২ লাখ ৪৭ হাজার ৯০২ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৬৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৬৬৫ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৩ লাখ ৮৮ হাজার ৩৯০ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৪০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯ জন এবং মৃত্যু ৩৫৫ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪২১ জন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৩ হাজার ৮৯৮ জন এবং মৃত্যু ২৫৪ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৯৯ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৩৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ১৮১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৮৫২ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৩১২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭ জন এবং মৃত্যু ২৪৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯ হাজার ৫৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৯০ লাখ ৮৩ হাজার ৯০ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৮২৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১৯ হাজার ২৩৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৫৩ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১ জন, মৃত্যু ১৬৫ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬৫৩ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ২৩৫ জনের আর সেরে উঠেছে ৬৫ লাখ ৭৩ হাজার ৪৭১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ৯৩৭ জন, মৃত্যু ১৯৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৫ লাখ ১৫ হাজার ২৮৫ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৪৪ হাজার ১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু ৩১৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৪ লাখ ৮৩ হাজার ৭৯৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৬২৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ২১ হাজার ৩৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৩৯৫ জন এবং মৃত্যু ৬১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৩০ হাজার ৩৯৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮ হাজার ২৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৬৮ জন। মৃত্যু ২৬২ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৩৫ হাজার ৭৯৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৬০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ৯৯ হাজার ১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু ৩০৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫০ লাখ ২৭ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ১৮১ জন। মোট মৃত্যু ৩ লাখ ৭ হাজার ৪৯৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৭৩ জনের। এবং সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬৫ হাজার ২৭০ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৪৭ লাখ ৫৭ হাজার ৩৫ জন। মোট মৃত্যু ২১ হাজার ৩১৩ জন। আর সুস্থ হয়েছেন ৩২ লাখ ২ হাজার ১৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮ হাজার ৯১৬ জন,মৃত্যু ৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৪ লাখ ১৪ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৪১১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৫৪ হাজার ৭৯৭ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪১ লাখ ৬৯ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৬২০ জন। মোট মৃত্যু ১ লাখ ৮০৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১০ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫০ হাজার ৮৫৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ১৬ হাজার ৭৫ জন। মোট মারা গেছেন ৯৫ হাজার ৫৪৫ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৬৫ হাজার ৬৮১ হাজার।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৬৬ জন, মৃত্যু ৮২ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৮৫ হাজার ৪৬১ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ১৬৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭০২ জন, মৃত্যু ৭১ জনের।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৭৭ হাজার ৯৫৮ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫২ জন, মৃত্যু ৩০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9gdh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন