English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৯৭ জন, প্রাণ গেছে ৬ হাজার ৬২৮ জনের

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৪ হাজার ১৪১ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৮৮৬ জনের।সর্বোচ্চ সুস্থ ভারতে তে ১ লাখ ২৮ হাজার ৮৬৬ জন।

আজ রোববার (১৬ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ১৩৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ লাখ ৫৭ হাজার ৬৪৪ জন। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ৬২৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৫ লাখ ৫৩ হাজার ৭৭৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ৬৯০ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৯৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ২৪১ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৯৬ হাজার ৪৩৪ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪ হাজার ১৪১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৮৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৯৯৯ জন, মৃত্যু ৩১৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ২৫৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৫২০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৬০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৭ লাখ ১০ হাজার ৮৩১ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ১২০ জন। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১ হাজার ৭১৩ জন এবং মৃত্যু ২৮৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৩৭৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ২৫৫ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৮৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৮৯ হাজার ৩৪৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ২৪ হাজার ৫৮০ জন এবং মৃত্যু ১৪৮ জনের।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ১৭৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২০ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭২৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৬৪ জন। মোট মৃত্যু ৮৪ হাজার ৬২২ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু ১৭৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৪৯ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৪২৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৩৭ হাজার ৭৪৭ জন।

স্পেনে আক্রান্ত ৮০ লাখ ৯৩ হাজার ৩৬ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৭৫৯ জনের আর সেরে উঠেছে ৫২ লাখ ৪৯ হাজার ৩৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৫০৮ জন, মৃত্যু ১৩৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৭৯ লাখ ৪৬ হাজার ১৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজার ২৪২ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৪২ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০ হাজার ৯১৬ জন, মৃত্যু ১৪৪ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৭০ লাখ ২৯ হাজার ৬২৪ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৯৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৭৮ হাজার ৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৬৫২ জন এবং মৃত্যু ৮৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ১৮ হাজার ৭৪১ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৬২ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪২১ জন এবং মৃত্যু ১৮ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৮৬০ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৫৭৫ জন। মৃত্যু ১২৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৩ লাখ ২ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ২৯৩ জন। মোট মৃত্যু ৩ লাখ ১ হাজার ১০৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯৮ হাজার ৩৭৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ২৭০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮০ হাজার ১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু ৪২৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৭০ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ১৬৪ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৭ লাখ ৪৮ হাজার ৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৬৯ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ১৯৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ২৮৩ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৫৬ হাজার ৬৩৩ জন। মোট মারা গেছেন ৯৩ হাজার ২৭৮ জন।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৬০ হাজার ৮৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫৯০ জন, মৃত্যু ১৬১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৩৫ লাখ ৩২ হাজার ৭৬৮ জন। মোট মৃত্যু ২১ হাজার ১৪৮ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৫ হাজার ৬২৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ হাজার ৮৫৩ জন,মৃত্যু ৬ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩১ লাখ ৬৮ হাজার ৩৭৯ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৮৫৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৪ জন, মৃত্যু ৪৩ জনের।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৩৪ হাজার ৭০৮ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৭ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৪৭ জন, মৃত্যু ৭ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন