English

28 C
Dhaka
শনিবার, মে ১৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ লাখ ২৫ হাজার ৪৪২ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৪ লাখ ৯০ হাজার ৭০৭ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৭২১ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ২ লাখ ১৭ হাজার জন।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ১৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ লাখ ২৫ হাজার ৪৪২ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৯৫১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ২৮ হাজার ৩৮৩ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ২১৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৯ হাজার ৩৮১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৮৮৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৬০ হাজার ৬৮৬ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ২৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ১ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ১৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৩৮ জন, মৃত্যু ৬৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬৮৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৬ হাজার ৭০৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৩০৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৯৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার ৯৬৬ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৬ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৩১৯ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৫৬০ জন এবং মৃত্যু ১০১ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৫৫৭ জন এবং মৃত্যু ১৯৪ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৫৬৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার ১২৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ১৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ১ হাজার ৫৪৪ জন, মৃত্যু ৩৩১ জনের।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৬২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৮২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪২৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৪২২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৫২১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ১৬১ জন এবং মৃত্যু ৮৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৬ হাজার ২৬০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩০৬ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৭৮৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৫৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৭ লাখ ৭ হাজার ১৬৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫৩৩ জন, মৃত্যু ৮৬ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ২৪৭ জন। মোট মারা গেছেন ১৩ হাজার ৪৩২ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৭০৭ জন, মৃত্যু ২৯১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ১৯ হাজার ৬৬০ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২৩ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ৭৭ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৮৪ লাখ ৭৯ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৮৮৩ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৭৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৬১ হাজার ২৭০ জন।

Advertisements

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৬ লাখ ২৬ হাজার ৬৪০ জন। মোট মৃত্যু ২১ হাজার ৮৩৬ জন। আর সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৬ হাজার ৭২২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৭৭৮ জন,মৃত্যু ১৬ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৪৪ হাজার ৫৩২ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯ হাজার ৮০২ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৩৭ হাজার ৭২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১২৩ জন এবং মৃত্যু ৬৭ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬১ লাখ ৫৩ হাজার ২৫১ জন। মোট মৃত্যু ২৭ হাজার ২৪৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৪২০ জন, মৃত্যু ৭০ জনের।সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৭১ হাজার ৫৭ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮২ হাজার ২২৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৫০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৪ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯৩ জন। মৃত্যু ১৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৮১ হাজার ২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৪ হাজার ২২১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৫৮ হাজার ২৩৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১৫ হাজার ৮৮৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৮০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৬১ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু ১২৪ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৩৬ হাজার ৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৪ জন। মোট মৃত্যু ৩ লাখ ২২ হাজার ১১৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৩ হাজার ৭৫৪ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৪ জন, মৃত্যু ১ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন