English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ লাখ ৮ হাজার ৫৯৮ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার ২১৩ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৩৪০ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ১ লাখ ৮৯ হাজার ৪০০ জন।

আজ বুধবার (৪ মে) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৮ হাজার ৫৯৮ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৬০৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৬৫ হাজার ৮৯৮ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ৯০ লাখ ৫ হাজার ৩৭৩ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৪০ হাজার ৮৯২ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৭৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২১ হাজার ৫৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৪১৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৩৫ জন, মৃত্যু ৩১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪০১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৯২০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৬৮৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৮২ হাজার ৪২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৩২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১০৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৩০৪ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ২৬২ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ৯১৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭ হাজার ১৭ জন এবং মৃত্যু ১২০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪০৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ১৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ২১৩ জন, মৃত্যু ২৩৬ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮১৯ জন এবং মৃত্যু ১০২ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ১ হাজার ৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৬৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৬ হাজার ২৯২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার ২৭২ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। মোট মারা গেছেন ২৩ হাজার ৭ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ২০ জন, মৃত্যু ৪৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ২৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৭১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৪১৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার ১১০ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৮০১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৯৩ জন এবং মৃত্যু ১০ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪ হাজার ৬৬৮ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৯৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩৩৩ জন, মৃত্যু ৫৩ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭০৯ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৪৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৬৭ হাজার ২৮১ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৮৩ হাজার ৬৭৩ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮০ লাখ ৫৩ হাজার ৪৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৮৬ হাজার ৪৪৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭৫৬ জন,মৃত্যু ৬ জনের।

জাপানে মোট আক্রান্ত ৭৯ লাখ ২৫ হাজার ১৩০ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৬৩১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ১৯৭ জন, মৃত্যু ৩০ জনের।সুস্থ হয়েছেন ৭৫ লাখ ১৭ হাজার ৮৪১ জন।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ২৩ হাজার ৫৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ১৩১ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৯২ হাজার ১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭১ জন এবং মৃত্যু ১৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৯২ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২৫ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৬ জন, মৃত্যু ৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৪৭ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৩০৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৮৪ হাজার ৫৯ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ২৯ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৭৩১ জন। মোট মৃত্যু ৭ হাজার ৩১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪০ জনের। এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৫৮ হাজার ৫১৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯৭ হাজার ৮২৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯০ জন এবং মৃত্যু ১৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pekg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন