English

24.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়, সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ কোরিয়ায়

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ১ লাখ ৬৪ হাজার ৪৮১ জন।সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ কোরিয়ায় ৩২৯ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানীতে ৯০ হাজার ৭০০ জন।

আজ সোমবার (১১ এপ্রিল) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৪০ হাজার ৫৮ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৬৮৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৩ হাজার ৩৭২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৪৫৩ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৬০ হাজার ৪৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৪ কোটি ৪২ লাখ ১৭ হাজার ১৭৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৫৩ হাজার ৬৩৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ২০ লাখ ৬২ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৪৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ১২ হাজার ১৫১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৭ কোটি ৯৯ লাখ ৮ হাজার ৫২০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪ জন, মৃত্যু ৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ২৭১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ২ হাজার ৪৫৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৫২ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২১০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮৯৬ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৩৭৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন এবং মৃত্যু ৪৫ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৪৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৩১১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫ হাজার ১৪৯ জন, মৃত্যু ০ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৮৩০ জন। মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩০৫ জন এবং মৃত্যু ৩৪৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার ১৬৭ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৫৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ১৩ হাজার ১০২ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৬৭০ জন। মোট মারা গেছেন ১৯ হাজার ৪২১ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ৪৮১ জন, মৃত্যু ৩২৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৯২ হাজার ৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩ হাজার ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭৪৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৭৪ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৪০৯ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৬২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬০৯ জন এবং মৃত্যু ৩২ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৮৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ১০৪ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৩২১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ২৭৮ জন, মৃত্যু ১১৯ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ৯৮ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৩০৭ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৮১৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯ জনের এবং সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৩২ হাজার ৫২৩ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৫২ হাজার ৫৩৬ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৮৫ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫৩ জন এবং মৃত্যু ১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৯ লাখ ৬০ হাজার ৯৫২ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬৬ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ লাখ ১৫ হাজার ৮১৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৮১০ জন,মৃত্যু ৮ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৯১ হাজার ৬৪৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৬১৬ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ১৮ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু ৩৯ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬৯ লাখ ৯১ হাজার ৬৮৭ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৬৪৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২ হাজার ১৬২ জন, মৃত্যু ৫৬ জনের।সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৬১ হাজার ৮০০ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮৮ হাজার ৩৪ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭১৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২১ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯৭ জন, মৃত্যু ৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৩২ হাজার ৭০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ৬২৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৪ হাজার ৪০২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৭৮ হাজার ২১৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৩৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪০ জন এবং মৃত্যু ০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৭ লাখ ২২ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭১২ জন। মোট মৃত্যু ৩ লাখ ২৩ হাজার ৭২০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ২১ হাজার ১৪৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zbxy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন