English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭৭ জন, প্রাণ গেছে ৫ হাজার ৪৬০ জনের

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৬৪৯ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ২ লাখ ৭ হাজার ৯০০ জন।

আজ শুক্রবার (২৫ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৩৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ লাখ ১৫ হাজার ১৭১ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৪৬০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ৩৩ হাজার ৮৪৩ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৪৯২ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭৭ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৫৫৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৫৯ হাজার ৮৩৬ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৭০৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৩৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৫ জন, মৃত্যু ৮২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬৮৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৬ হাজার ৭০৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৯০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩০০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৪৫৭ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার ৩১১ জন। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৬৪৫ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ১৭ হাজার ১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৬৩৫ জন এবং মৃত্যু ১২৪ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮১৭ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ৭৬২ জন এবং মৃত্যু ১৫৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ২২৫ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৯৭ লাখ ৪১ হাজার ৭১৯ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ২৯ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৫ হাজার ৫৯২ জন, মৃত্যু ২৬১ জনের।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ২২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪১৮ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৮৯৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৩১ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৫৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৮১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু ৭৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১ হাজার ৮১১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৪৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৮৫৯ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৭৮৪ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৫৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৭ লাখ ৭ হাজার ১৬৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫৩৩ জন, মৃত্যু ৮৬ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৮৩৬ জন। মোট মারা গেছেন ১৩ হাজার ৯০২ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন, মৃত্যু ৪৭০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ১৯ হাজার ৬৬০ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২৩ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ৭৭ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৮৫ লাখ ৯৯ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২০ হাজার জন। মোট মৃত্যু ৪২ হাজার ১৪৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ২৬ হাজার ২৪ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৬ লাখ ৬৫ হাজার ৭২৬ জন। মোট মৃত্যু ২১ হাজার ৮৫১ জন। আর সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩১ হাজার ৩৭১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৮৬ জন,মৃত্যু ১৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৪৪ হাজার ৫৩২ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯ হাজার ৮০২ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৩৭ হাজার ৭২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১২৩ জন এবং মৃত্যু ৬৭ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬১ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৩৫৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৬০৫ জন, মৃত্যু ১১০ জনের।সুস্থ হয়েছেন ৫৭ লাখ ২৮ হাজার ২৪ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮২ হাজার ২২৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৫০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৪ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯৩ জন। মৃত্যু ১৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৮১ হাজার ২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৪ হাজার ২২১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৫৮ হাজার ২৩৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১৫ হাজার ৮৮৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৮০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৬১ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু ১২৪ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৩৬ হাজার ৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৪ জন। মোট মৃত্যু ৩ লাখ ২২ হাজার ১১৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৩ হাজার ৭৫৪ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯২ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m0t9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন