English

26.9 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে গুরুতর অসুস্থ ৪০ হাজার ৯৩ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ৮৬ হাজার ২৬ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২৯১ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ১ লাখ ৩৫ হাজার জন।

আজ শনিবার (৭ মে) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৫৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৭৪ হাজার ৭২ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৫৫৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৭৪ হাজার ৭৪২ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ কোটি ১২ লাখ ১৪ হাজার ৪৭৩ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৫২৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ২৩৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৪০ হাজার ৯৩ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ১১৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২৪ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৯১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৯ লাখ ১০ হাজার ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৫ জন, মৃত্যু ২২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪০১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৯২০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৬৮৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭২৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৭৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৮২২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ১৮৯ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৮ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ৮৭৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ২২৪ জন এবং মৃত্যু ১১০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৬ হাজার ২৬ জন, মৃত্যু ২৪৮ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ১৪ হাজার ৩৪ জন। মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ২১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৫১ জন এবং মৃত্যু ২২৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ২৬৯ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৪১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৬ হাজার ৬৯৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার ৬৭ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৭৮২ জন। মোট মারা গেছেন ২৩ হাজার ২০৬ জন।সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭১ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৭১৪ জন, মৃত্যু ১২৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৯৪৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১২৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৩০১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার ১১০ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৮০১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৯৩ জন এবং মৃত্যু ১০ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪ হাজার ৬৬৮ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৯৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৩৩৩ জন, মৃত্যু ৫৩ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭০৯ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৪৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৬৭ হাজার ২৮১ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৮৩ হাজার ৬৭৩ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮০ লাখ ৫৩ হাজার ৪৮ জন। মোট মৃত্যু ২২ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৮৬ হাজার ৪৪৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭৫৬ জন,মৃত্যু ৬ জনের।

জাপানে মোট আক্রান্ত ৭৯ লাখ ৫২ হাজার ১৯২ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৬৮৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৬২ জন, মৃত্যু ৩০ জনের।সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৫১ হাজার ২৭৮ জন।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ২৩ হাজার ৫৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ১৩১ জনের এবং সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৯২ হাজার ১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭১ জন এবং মৃত্যু ১৭ জনের।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ৬৮ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ১১৩ জন। মোট মৃত্যু ৭ হাজার ৪৫৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩০ জনের। এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৭৮ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৯২ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২৫ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৬ জন, মৃত্যু ৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৪৭ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৩০৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৮৪ হাজার ৫৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯৭ হাজার ৮২৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯০ জন এবং মৃত্যু ১৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sow3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন