English

31.9 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৮২ লাখ ২৭ হাজার ২৬৮ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৪৬৬ জনের।সর্বোচ্চ সুস্থ ভিয়েতনামে ৩ লাখ ৩ হাজার ৪৫৫ জন।

আজ বুধবার (৬ এপ্রিল) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৪১ লাখ ৯১ হাজার ১১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ লাখ ৭৫ হাজার ৫৪২ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৩৯৪ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯১৯ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৭ হাজার ৪৮৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৮২ লাখ ২৭ হাজার ২৬৮ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৫৫ হাজার ৩৪৪ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৯ লাখ ১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৯ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ৪৬৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন, মৃত্যু ৭২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৯২৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৫১৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৬৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ হাজার ১২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৩৩১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬০ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২০৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৩৫৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৫২১ জন। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৭৯২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩ হাজার ২১ জন এবং মৃত্যু ১২৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ২৮২ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৯৬৯ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন, মৃত্যু ২৫৬ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১০ হাজার ৩০৫ জন। মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ২৯৭ জন এবং মৃত্যু ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৩৪৬ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ৩১১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩১৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৩৩৬ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার ৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৮ হাজার ১৭৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৫৬৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৫৯১ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ২৩৪ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ২১৩ জন এবং মৃত্যু ৩৭ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৪০১ জন। মোট মারা গেছেন ১৭ হাজার ৬৬২ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন, মৃত্যু ২০৯ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৭৪৭ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৬৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৬৯ জন, মৃত্যু ৫০ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৯৯ লাখ ২২ হাজার ৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ৯৯৫ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৬৮১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৪৭ হাজার ২৯০ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৪৫ হাজার ৩২৬ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৭২ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২২৮ জন এবং মৃত্যু ২০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৯ লাখ ৩৫ হাজার ১০৬ জন। মোট মৃত্যু ২২ হাজার ৩৭ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৮৫ হাজার ১৮৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮১ জন,মৃত্যু ১৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৭৫ হাজার ৭৮০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৪০৭ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৮৫ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬১৫ জন এবং মৃত্যু ৩৯ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬৭ লাখ ৩৫ হাজার ৯২০ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৩২৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৮৩৪ জন, মৃত্যু ৪১ জনের।সুস্থ হয়েছেন ৬২ লাখ ৪৫ হাজার ৮২৭ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮৬ হাজার ৪৮৪ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৯ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫১ জন, মৃত্যু ৮ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ২৩ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৮২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ৪২১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৭২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮৩ হাজার ২৯৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৭১ হাজার ৯৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৩ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৯১ জন এবং মৃত্যু ৫০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৬৬ হাজার ৯২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭০৬ জন। মোট মৃত্যু ৩ লাখ ২৩ হাজার ২৩৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৬৫ হাজার ৮৪০ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t0t2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন