English

26 C
Dhaka
শনিবার, মে ১৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৭৩৩ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ১ লাখ ৯৮ হাজার ৪৫৭ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭৭৮ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ২ লাখ ৩০ হাজার ৮০০ জন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৬ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ লাখ ৫৬ হাজার ১২৫ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৪৬২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৯ লাখ ৯৩ হাজার ৪৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ কোটি ৩১ লাখ ২১ হাজার ১৫৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ১০২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৭৩৩ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৭৫ হাজার ৮৫৯ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৭ লাখ ৭০ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৬৯৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৭৯ হাজার ৭২৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৭৮৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৬২ জন, মৃত্যু ১৭৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৪ হাজার ৪১৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ২২৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৪২ হাজার ১৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৯৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫০ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৩৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৭৬২ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৭০২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৭ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু ১৮৬ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৩২১ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার ১৭ জন এবং মৃত্যু ৭৪ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ২১৪ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৮২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৭ হাজার ৪৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ২৩০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৯৫ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ১৭০ জন। মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ৯৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৪৫৭ জন, মৃত্যু ২৫৫ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪২ লাখ ৬ হাজার ১২১ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ৮৩৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ৭৮০ জন এবং মৃত্যু ১৮৯ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৪২৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯৪ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৮৮৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৭ জনের আর সেরে উঠেছে ৯৭ লাখ ৩৯ হাজার ৯৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৮০৩ জন, মৃত্যু ১৫৪ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৯ লাখ ১২ হাজার ৩১৭ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৯৪ হাজার ৫০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৪১ জন এবং মৃত্যু ১৩৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭০ লাখ ৬৬ হাজার ৯৭৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৭ হাজার ২৬৭ জনের এবং সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৭৮ হাজার ৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৩৪ জন এবং মৃত্যু ২০৩ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৬৪ লাখ ৪৬ হাজার ৬০৩ জন। মোট মৃত্যু ২১ হাজার ৫৮২ জন। আর সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৩৮ হাজার ১৯৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ৪৮৯ জন,মৃত্যু ১২ জনের।

Advertisements

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৬৭ হাজার ২৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৯৩ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২২২ জন। মৃত্যু ৪৫ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯৪ হাজার ৭৬৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৮৬৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫০ লাখ ৮৭ হাজার ১২৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু ২৭৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৬ লাখ ৩০ হাজার ৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ৯২০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৯ হাজার ৩৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪৪ হাজার ২৩৭ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৫ লাখ ২১ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ১১৫ জন। মোট মৃত্যু ৩ লাখ ১৮ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮২ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৯৬ হাজার ৭৮ জন।

জাপানে মোট আক্রান্ত ৫০ লাখ ৬৭ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৮৬০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬১ হাজার ৮৪৩ জন, মৃত্যু ২২৭ জনের।সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪৮ লাখ ৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ৫০৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫৮ হাজার ২০ জন।

ভিয়েত্নামে মোট আক্রান্ত ৩৭ লাখ ৯ হাজার ৪৮১ জন। মোট মারা গেছেন ৪০ হাজার ৪৫২ জন।সুস্থ হয়েছেন ২৫ লাখ ১৬ হাজার ৭৮৫ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৩০১ জন, মৃত্যু ১১৪ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৩২ জন, মৃত্যু ৮ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন