English

26 C
Dhaka
শনিবার, মে ১৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৪ হাজার ৯৬৪ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৬৯২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৫ হাজার ৭৬৯ জন।

আজ শনিবার (২৬ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৪ হাজার ৯৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ লাখ ৮০ হাজার ৬২৬ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ২৯৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৬১৫ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ১২৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৫২৪ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৫৯ হাজার ৬৮৯ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৬ লাখ ৮৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৯২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬ কোটি ৪০ লাখ ৭০ হাজার ১৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৮ জন, মৃত্যু ৯৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ১৭ হাজার ৮৯০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২০ হাজার ৮৮৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৮৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ২ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৫৭৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৫৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৮৮২ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৫৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৫৫৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন এবং মৃত্যু ১২১ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৯১ হাজার ১২৩ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৯২৫ জন এবং মৃত্যু ১৭২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৮৩ হাজার ১৭৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ১৮ হাজার ৪৬৫ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন, মৃত্যু ৩০০ জনের।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩৮২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৯৮ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৫৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ৬৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৩০৩ জন এবং মৃত্যু ৬৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার ৬১৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৪৬৩ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৬৭৬ জন। মোট মৃত্যু ১ লাখ ২ হাজার ৩৯২ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৬০৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ২৯৮ জন, মৃত্যু ১১৩ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৬২ হাজার ২৩২ জন। মোট মারা গেছেন ১৪ হাজার ২৯৪ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জন, মৃত্যু ৩৯২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ২৩ হাজার ৮১২ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৩১ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৭২ জন এবং মৃত্যু ৬৬ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৮৭ লাখ ৬১ হাজার ২৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৯৭৯ জন। মোট মৃত্যু ৪২ হাজার ১৯৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫১ জনের এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ১ হাজার ৫৬৪ জন।

Advertisements

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৭ লাখ ৭১৫ জন। মোট মৃত্যু ২১ হাজার ৮৭১ জন। আর সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭১ হাজার ৯২৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪ হাজার ৯৮৯ জন,মৃত্যু ২০ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৪৭ হাজার ৪০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯ হাজার ৯১৭ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৪৬ হাজার ২৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩০ জন এবং মৃত্যু ৫২ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬২ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৪৮৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৬৩ জন, মৃত্যু ১২৯ জনের।সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৪৯ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮২ হাজার ৯৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৫৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৪ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬৬ জন। মৃত্যু ১৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৯১ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৫৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৪ হাজার ৪৬৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১২০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৯১ হাজার ২২০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৩৩ হাজার ১০৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৩৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৭ হাজার ৩২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৪১ জন এবং মৃত্যু ১১০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ৪৩ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৫৮ জন। মোট মৃত্যু ৩ লাখ ২২ হাজার ৪৩২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৫৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৩৪১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০২ জন, মৃত্যু ০ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন