English

30.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ২১ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ১ লাখ ৪ হাজার ৪৪৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২৭৯ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানিতে ১ লাখ ৬৩ হাজার ৭০০ জন।

আজ বুধবার (১১ মে) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৭৬ হাজার ৪৩৯ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৬৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬২ লাখ ৮০ হাজার ২৮৭ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ১২৯ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ৯২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৩ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ১২৭ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৩৯ হাজার ৪৭৮ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯৫৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২৫ হাজার ১০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৯৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৯৭ জন, মৃত্যু ৫৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ৫৮৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ১৫৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৯৩৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৪৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৯০ লাখ ২১ হাজার ২২৪ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৯৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু ১২৩ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৭ হাজার ২২২ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৪৪৯ জন, মৃত্যু ২০২ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩৪১ জন এবং মৃত্যু ২২৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৯৮৭ জন।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৩৭ হাজার ২২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ১৫০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ১৪ হাজার ৩৭১ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ১৪ হাজার ৮৯৫ জন। মোট মারা গেছেন ২৩ হাজার ৪৬২ জন।সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭১ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৮৯৬ জন, মৃত্যু ৬২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৭৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৯১৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৭৭৯ জন। মোট মৃত্যু ৯৮ হাজার ৮৬১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৫৮ জন এবং মৃত্যু ৭ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৮৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ১২৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ১৫ লাখ ২২ হাজার ৩৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪৫৮ জন, মৃত্যু ৬২ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৬ লাখ ৮১ হাজার ২১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮৫৫ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৫৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৪ হাজার ৯৩৪ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯১ লাখ ১ হাজার ৩১৬ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৭২৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

জাপানে মোট আক্রান্ত ৮১ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৮৪৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৬৬৪ জন, মৃত্যু ৩০ জনের।সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৮৪ হাজার ১৫৫ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮০ লাখ ৬৩ হাজার ২৯ জন। মোট মৃত্যু ২২ হাজার ২৮১ জন। আর সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৬৬ হাজার ৬৩৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৮৬ জন,মৃত্যু ৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ২৬ হাজার ২১৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ১৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ১০ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬০ জন এবং মৃত্যু ৩ জনের।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৩৪ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ৭২৪ জন। মোট মৃত্যু ৭ হাজার ৫৫৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৩ জনের। এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৪০ হাজার ৪৬১ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৮০৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ২৭ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০৬ জন, মৃত্যু ৪ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৪৯ হাজার ১৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৪১৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৮৬ হাজার ৮৭০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ১ হাজার ৩২৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ১৫০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৩৪ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭২৭ জন এবং মৃত্যু ১২ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ জন, মৃত্যু ০ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kaeq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন