English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৯৪৫ জন বা ৯৭%

- Advertisements -

আজ সোমবার (৮ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৮৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৩৪ হাজার ৯৭৮ জন। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ৩৭৯ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৩ লাখ ২৬ হাজার ৮২৪ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার ৯৪৫ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৭৮১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৩১০ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৩ হাজার ৭৬৬ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৬৯১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৪ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪০ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার ৩৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৭৩ জন। মৃত্যু হয়েছে, ৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৮৪৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ১১৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৩৩ হাজার ৭৬ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৪ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৯২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৮৩ লাখ ৯৭ হাজার ১৮৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৬৭ হাজার ২৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৪৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ২১০ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৪৫ হাজার ৬৮০ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু ৩৭৩ জনের।সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৬২৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৩ লাখ ৩৭ হাজার ৪৮ জন। মারা গেছেন ৭৮ হাজার ৯৬৫ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৭১৫ জন।মৃত্যু ১৭১ জনের।

স্পেনে আক্রান্ত ২৯ লাখ ৭১ হাজার ৯১৪ জন।মোট মৃত্যু ৬১ হাজার ৩৮৬ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৬৪১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯১ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৭০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২১ লাখ ১৮ হাজার ৪৪১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৫ লাখ ৩১ হাজার ৪৫৬ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৭৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪০ হাজার ৭০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৭০ জন এবং মৃত্যু ১১২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২২ লাখ ৯১ হাজার ৪৪১ জন। মোট মৃত্যু ৬২ হাজার ১২৮ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৪২ জন, মৃত্যু ১৩০ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২১ লাখ ৫৭ হাজার ২১৬ জন। মারা গেছেন ৫৫ হাজার ৯৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ২৭ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯ জন। মৃত্যু ৩০০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৯ লাখ ৮০ হাজার ৩৪৭ জন। মারা গেছেন ৪৯ হাজার ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৮ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৫৮ জন এবং মৃত্যু ৬১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৯ লাখ ২৬ হাজার ২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২০৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ৭৮৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৯৬ জনের। এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ১৩৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ২৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭২৮ জন এবং মৃত্যু ৯৩ জনের।

Advertisements

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৭৬ হাজার ১৩৫ জন।মোট মারা গেছেন ৪৬ হাজার ২৯০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৩৫ জন,মৃত্যু ১১০ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬০ হাজার ২০৪ জন।

ইরানে মোট আক্রান্ত ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৫ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৪৬৯ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৫ জন এবং মৃত্যু ৫৭ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৪৪ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৭০ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৫৯৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৩ হাজার ৪৬ জন।

পেরুতে মোট আক্রান্ত ১১ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৩০৮ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৫৭৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২২০ জন,মৃত্যু ১৮৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৫৭ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৮২৭ জন। মোট মৃত্যু ৩১ হাজার ৫৫৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৪৯ হাজার ৯৯০ জন।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৭৫ জন। মোট মৃত্যু ১৭ হাজার ২৩৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮০০ জন, মৃত্যু ৬১ জনের।সুস্থ হয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৬৯৯ জন।

এদিকে ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন , মৃত্যু ১৫ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন