তাই একেবারে অবহেলা না করে, চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিন, সত্যি এই দাগ ছোপ কোনো জটিল অসুখের লক্ষণ নয় তো? আজকের প্রতিবেদনে জানুন সেই বিষয়।
কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ হতে পারে অ্যাকানথোসিস নিগ্রিক্যানস।
ত্বকের সমস্যাতেও কনুই ও হাঁটুতে কালো দাগ ছোপ দেখা দিতে পারে। এটি একজিমা, সেরিওসিসসহ নানা রোগের উপসর্গ হতে পারে। তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, শুধু অবহেলার ফলে কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ দীর্ঘস্থায়ী হতে পারে। তাই যত্ন নিন। জেনে নেওয়া যাক কিভাবে যত্ন নেবেন—
- হাঁটু ও কনুইয়ে অবশ্যই সপ্তাহে ১-২বার স্ক্রাব করুন।
- প্রতিদিন ভালো করে ময়েশ্চারাইজার লাগান।
- দীর্ঘক্ষণ শক্ত জায়গায় কনুই কিংবা হাঁটু রেখে কাজ করবেন না। তাতে দাগ আরো দীর্ঘস্থায়ী হতে পারে।
- অবশ্যই রোদে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন।
- কনুইয়ের যত্নে লম্বা হাতার পোশাক পরুন।
- তাতেও কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ না উঠলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
