দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৯০৭ জনের। এছাড়াও একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৬৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৯১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৯৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rcyk
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন