দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০০৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1znf