English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২ ডেঙ্গু রোগী

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তারা সকলেই রাজধানীর ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে সারাদেশে সর্বমোট ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (৬জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩২ জন রোগীর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ২ জন, হলিফ্যামিলি ২ জন, ইবনে সিনায় ১ জন, স্কয়ারে ৫ জন, ডেল্টা হাসপাতাল মিরপুরে ১ জন, সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডিতে ১ জন, ইসলামি ব্যাংক হাসপাতাল কাকরাইলে ৫ জন, খিদমা হাসপাতাল খিলগাঁওয়ে ৩ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ও ইউনিভার্সেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0a9w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন