English

34 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৮ হাজার ৫৪১ জন

- Advertisements -

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৩০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ লাখ ৬ হাজার ৭১৫ জন। নতুন করে প্রাণ গেছে ১৬ হাজার ২০৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৮ লাখ ৯১ হাজার ৬৭০ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯২৬ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৮ হাজার ৫৪১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৩৪ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৭ হাজার ৯৮৬ জন বা ০.৫%

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৯৭৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ১০০ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ১৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৬০ জন। মৃত্যু হয়েছে, ২২১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫০ হাজার ৩৭২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ হাজার ১৬৩ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৫৩২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৬৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭০ লাখ ৩৬ হাজার ৫৩০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৬০১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ২১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮৫ হাজার ৭২৩ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৮০১ জন। মারা গেছেন ৭৭ হাজার ৩৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৩২২ জন এবং মৃত্যু ১ হাজার ৪১ জনের।সুস্থ হয়েচেহ্ন ১৩ লাখ ৪৫ হাজার ৮২৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৫ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৬৬ হাজার ৫৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩৭৯ জন।মৃত্যু ২৮৩ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২২ লাখ ৮৩ হাজার ৯৩১ জন। মোট মৃত্যু ২২ হাজার ৭০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৪ হাজার ৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৮৩০ জন এবং মৃত্যু ১৯১ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৩৩১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৬ হাজার ৮৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৪৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৩৫৬ জন।

স্পেনে আক্রান্ত ১৯ লাখ ৮২ হাজার ৫৪৪ জন।মোট মৃত্যু ৫১ হাজার ৪৩০ জন, আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১৮ লাখ ৪১ হাজার ২২৮ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ১৯৯ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৬৫১ জন,মৃত্যু ১ হাজার ১৯ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৭ লাখ ১৯ হাজার ৭৭১ জন। মারা গেছেন ৪৪ হাজার ৭২৩ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৮০৫ জন। মৃত্যু ২৯৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৬ লাখ ৭৬ হাজার ১৭১ জন। মারা গেছেন ৪৩ হাজার ৯৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৪ হাজার ৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৪৪১ জন এবং মৃত্যু ১৯১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৪ লাখ ৬৬ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ২৭১ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৮২২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৬৫ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ১৩ হাজার ১৩৭ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৪ হাজার ৭৬৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৭ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ১৫১ জন এবং মৃত্যু ৫৫৩ জনের।

Advertisements

ইরানে মোট আক্রান্ত ১২ লাখ ৬১ হাজার ৯০৩ জন। মোট মৃত্যু ৫৫ হাজার ৮৩০ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৪০ হাজার ৫২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৮৩ জন এবং মৃত্যু ৮২ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১১ লাখ ৪৯ হাজার ৫৯১ জন।মোট মারা গেছেন ৩১ হাজার ৩৬৮ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৮৩২ জন,মৃত্যু ৩৯২ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ২৯ হাজার ২৩৯ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১০ লাখ ৯০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯১১ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৩৫৭ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২২৮ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৮৯৮ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ২৪ হাজার ৪৩২ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ৯৯১ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৬২ হাজার ৫৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪১৪ জন। মৃত্যু ৬৬ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৪১ হাজার ১৬৩ জন। মোট মৃত্যু ১১ হাজার ৯৯৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৯ জন, মৃত্যু ১৭৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৭ লাখ ৮৮ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮৫৪ জন। মোট মৃত্যু ২৩ হাজার ২৯৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫১৩ জন।

এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৮৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৭৮ জন, মৃত্যু ১৭ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন