ফলে মশারা নিজেরা আক্রান্ত হতে পারে এবং মানুষকেও রোগ সংক্রমিত করার হার বেড়ে যায়।
উচ্চ তাপমাত্রা শুধু মশার প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে না, এটি তাদের প্রজনন এবং সংক্রমণ ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে মশার ডিম দ্রুত পরিণত হয় এবং তাদের জীবনচক্র ছোট হয়। এর ফলে মশা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং সংক্রমণের হার বৃদ্ধি পায়।
গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, যার কারণে মশাবাহিত রোগের ঝুঁকি আরো বাড়বে।
বিজ্ঞানীরা মনে করছেন যে তাপমাত্রার পরিবর্তন মশার জীববিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আনবে এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন কৌশল অবলম্বন করতে হবে।
এই গবেষণাটি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক এক গবেষণা দল। আর তাদের লেখা গবেষণা প্রবন্ধটি ছাপা হয়েছে প্লস প্যাথোজেন (PLOS Pathogens) নামের এক জার্নালে।
মশার প্রতিরোধ ক্ষমতা ও তাপমাত্রার ওপর প্রভাব একটি গুরুতর গবেষণার বিষয়। তাপমাত্রা বৃদ্ধির ফলে মশার প্রতিরোধব্যবস্থা দুর্বল হওয়ার কারণে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এই বিষয়ে আরও গবেষণা এবং প্রতিরোধ ব্যবস্থা উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6yad