English

31.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬৩৭ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানিতে ১ লাখ ৩৩ হাজার ৫৩২ জন,সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৪২৫ জনের এবং সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭০ হাজার ১১৮ জন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৫৫ হাজার ১২০ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২৩৯ জনের।

এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৫ লাখ ৫৫ হাজার ৪২৫ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ১৬৩ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৩২৩ জন।

বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ১৭৬ জন বা আক্রান্তের ৯৯.৭% এবং গুরুতর অসুস্থ ৩৯ হাজার ৮৭৩ জন বা আক্রান্তের ০.৩%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৫৩৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৫৬ জন।

সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮৬ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৮৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬৮ জন, মৃত্যু ১৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ১ হাজার ৯৩৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৮ হাজার ৭৩৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৯ হাজার ৮৮৩ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ১৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ২৭২ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৪২ হাজার ৯৩৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ হাজার ১৮৫ জন এবং মৃত্যু ৭৪ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৮৬ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৭৬১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫০ হাজার ১৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ৫৩২ জন, মৃত্যু ১২৮ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ১৮৪ জন। মোট মারা গেছেন ২৮ হাজার ৫২৮ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৯৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৪২৩ জন, মৃত্যু ১৯ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৩১৭ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৭ জন এবং মৃত্যু ৬৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার ২৯১ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ২ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ হাজার ৮৮৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৭৭২ জন।

জাপানে মোট আক্রান্ত ২ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৬৬২ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ৮৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৭২৩ জন, মৃত্যু ৬৫ জনের।সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৭৩ জন।

আক্রান্তে ১০ম অবস্থানে রাশিয়া। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৮৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৬৮৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৩৩৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৭৯৩ জন। মোট মৃত্যু ১ লাখ ১৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু ২২১ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৪ হাজার ২৬২ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৭৫৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৭ জন, মৃত্যু ২০ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ৮২ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২১ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ১৫১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯৮৬ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ২ লাখ ৪৩ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৫৬ জন। মোট মৃত্যু ১৫ হাজার ২২৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭ জনের। এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৭২ হাজার ৬৬২ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৭ লাখ ১১ হাজার ৩৫৫ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৯৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৮২৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৬৮ হাজার ৪৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৪৩ জন,মৃত্যু ৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৫ লাখ ৫০ হাজার ৪০১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৪৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার ৭৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮০ জন এবং মৃত্যু ১০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৯০ হাজার ৯৬৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ১৩৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার ৭৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩৫ জন এবং মৃত্যু ৮ জনের।

তাইওয়ানে মোট আক্রান্ত ৬৬ লাখ ৩০ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ১১ হাজার ২৩২ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৯৩ হাজার ৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৫১৯ জন, মৃত্যু ৩১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬৪ লাখ ৩৭ হাজার ৭৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৮ হাজার ১৫৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ লাখ ৬২ হাজার ৮২০ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৫ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৫৭ জন, মৃত্যু ১ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/my2v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন