করোনা ভাইরাস নিয়ে ছড়ানো ভুল তথ্যের কারণে বিশ্বজুড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। আর এজন্য দায়ি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এখান থেকে পাওয়া ভুল তথ্যের কারণে প্রায় ৫৮০০ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০০ জন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সম্প্রতি ‘আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন এন্ড হাইজেন্স’ এর এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। অনেকেই মেথানল খেতে শুরু করেন করোনা থেকে বাঁচতে। এলকোহলভিত্তিক খাবারের চাহিদাও বেড়ে যায় আতঙ্কিতদের মধ্যে। ভাইরাস ছড়ানোর থেকেও দ্রুত ছড়িয়ে পরে করোনা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ব ও এ থেকে বাঁচার নানা ভুল পদ্ধতি।গবেষণায় দাবি করা হয়, এসব মৃত্যুর জন্য দায়ি আন্তর্জাতিক সংস্থাগুলো, সরকারগুলো ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তারা একে ইনফোডেমিক বলে আখ্যায়িত করেছেন। অনলাইনে গুজব ছড়িয়ে পরায় ভারতে দাঙ্গাও হয়েছে। ইরানে গণহারে বিষাক্ত খাবার খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dk8i
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন