English

26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

গরমে চোখের রোগবালাই

- Advertisements -
Advertisements

ডা. আহসান কবির: তীব্র তাপদাহ চলছে দেশজুড়ে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন চলতে পারে বলে জানা গেছে। তীব্র গরমের সঙ্গে সঙ্গে নানা ধরনের অসুখ-বিসুখও বাড়ছে। এই গরমে সুস্থ থাকতে শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্নের প্রয়োজন।

চোখ শরীরের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। গরমকালে চোখ সুস্থ রাখতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।

Advertisements

বেশির ভাগ ক্ষেত্রে গরমকালে চোখের অ্যালার্জি ও ক্ষেত্রবিশেষ চোখ ওঠা রোগটাই বেশি দেখা যায়।  অ্যালার্জি সাধারণত শিশুদের বা অল্প বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। কী কারণে এমন হয়, তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এ জন্য আবহাওয়াগত  কারণকেই দায়ী করা হয়।

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে গাছের ফুল, মুকুল থেকে পরাগরেণু বাতাসে ওড়ে, বাতাসের শুকনা বা ভেজা ভাব থাকে। প্রচুর ধুলাবালিও দেখা যায়। এর ফলে চোখের অ্যালার্জিজনিত সমস্যা বাড়ে। এ রোগের লক্ষণগুলো হলো চোখ খচখচ করা, পানি আসা, চোখ চুলকানি, লাল হয়ে চোখের পাতা ফুলে যাওয়া, সুতার মতো পিচুটি আসা এবং অনেক ক্ষেত্রে চোখে দৃষ্টি ঝাপসাও হতে পারে। এর সঙ্গে যদি জীবাণু সংক্রমিত হয়, তাহলে ঘুম থেকে উঠলে চোখ খোলা যায় না। ময়লা কেতোরে চোখ ভরে যায় (যা চোখ ওঠা পর্যায়ভুক্ত)।
এ ছাড়া গরমকালে বাতাসে জলীয় বাষ্প কমলে চোখের শুষ্কতা দেখা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b568
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন