দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিনদিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।
দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৪ জন। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪৫৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জনে। একই সময়ে ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ, আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।